২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৪ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৪ পিএম পটুয়াখালীর কলাপাড়ায় ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী লামিয়াকে ধর্ষণ শেষে হত্যায় দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও শিক্ষকরা। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় বালীয়াতলী শিশুপল্লী একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ওই বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী সহ শিক্ষকবৃন্দ কর্মসূচিতে অংশগ্রহন করেন। মানববন্ধনে ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী মিতু, সুমাইয়া, অষ্টম শ্রেনীর রায়হান,দশম শ্রেণির নদী, শাকিল ও শিক্ষক গোলাম মোস্তফা, জাকারিয়া বক্তব্য প্রদান করেন। এ সময় শিক্ষার্থীরা লামিয়াকে ধর্ষণ শেষে নির্মমভাবে হত্যার প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের ফাঁসির দাবী জানান। এছাড়া লামিয়া হত্যাকান্ডে দোষীদের সঠিক বিচার না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেয় শির্ক্ষার্থীরা। আওয়ামী দোসরদের নির্বাচনে সম্পৃক্ত করা যাবে না: ফারুক নোয়াখালীতে পানি উন্নয়নবোর্ডের সম্পত্তি আত্মসাৎ,...