আগামী অক্টোবর-নভেম্বরে ভারত-শ্রীলঙ্কায় বসতে চলা মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের জন্য আগেই ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ। ফর্মে থাকলেও জায়গা পাননি জান্নাতুল ফেরদৌস সুমনা। বিশ্বআসরে যাওয়ার আগে সুমনার বাদ পড়ার কারণ জানালেন দলের প্রধান কোচ সরোয়ার ইমরান। মূলত বাঁহাতি ব্যাটারদের বিপক্ষে বল করতে অনীহা প্রকাশ করায় বাদ পড়েছেন তিনি। মঙ্গলবার বিশ্বকাপ খেলার জন্য ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। সোমবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফটোসেশন শেষে সংবাদ সম্মেলনে আসেন কোচ সরোয়ার ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সেখানে কোচ জানান সুমনার বাদ পড়ার কারণ। ‘সুমনার ব্যাপারে আমরাও এটা নিয়ে কোচিং স্টাফ থেকে আরম্ভ করে ক্যাপ্টেনও ছিল, আমাদের অনেকদিন লেগেছে সিদ্ধান্ত নিতে। পাকিস্তানের সাথে আমরা যখন খেলি, বিশ্বকাপে তখন ওদের বাঁহাতি ব্যাটারটা নটআউট ছিল। সেই সময় ক্যাপ্টেন যখন সুমনাকে বল করতে বললো, সুমনা বল করে নাই...