মৌসুমি বায়ুর প্রভাবে অতিভারী বর্ষণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। যার ফলে অনেক এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। তবে ডিএনসিসির দাবি, জলাবদ্ধতা নিরসনে তারা ভোর রাত থেকেই কাজ শুরু করেছেন। ফলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অধিকাংশ এলাকার জলাবদ্ধতা নিরসন করা সম্ভব হয়েছে। ডিএনসিসি বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ সূত্রে জানা গেছে, রোববার রাত থেকে শুরু হওয়া থেমে থেমে বৃষ্টির পর আজ সোমবার ভোর পৌনে ৬টা থেকে সকাল ৭টা পর্যন্ত ভারী বর্ষণ হয়। এতে ডিএনসিসির আওতাধীন মিরপুর-১০, কালশি, মালিবাগ, বাড্ডার কিছু সড়ক, ফার্মগেটসহ বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। বাড্ডার হোসেন মার্কেট এলাকার অনেক কর্মজীবীকে পানিবন্দি অবস্থায়ই কর্মস্থলে যেতে দেখা গেছে। এ অবস্থায় জলাবদ্ধতা দ্রুত নিরসনে ডিএনসিসি জরুরি সাড়াদানকারী দল গঠন করেছে। ডিএনসিসির ফেসবুক পেইজে এক পোস্টে...