প্রতিটা ফুটবলারের স্বপ্ন থাকে ব্যালন ডি’অর জেতা। একটা সময় যা ছিল মেসি-রোনালদোর ব্যক্তিগত সম্পত্তি, তাতে ছেদ পড়েছে গতবারই। আরও একবার এই দুজনের বাইরে ব্যালন ডি’অর পেতে যাচ্ছেন কোনো ফুটবলার। আজ রাতেই জানা যাবে, কার হাতে উঠছে এবারের ব্যালন ডি অর। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) প্যারিসের আলো ঝলমলে থিয়েটার দ্য শাতলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা করা হবে ২০২৪-২৫ মৌসুমের ব্যালন ডি'অর বিজয়ীর নাম। বাংলাদেশ সময় রাত ১২টায় অনুষ্ঠিত হবে এ আসর। এটি ব্যালন ডি'অরের ৬৯তম আসর। মৌসুমজুড়ে সেরা পুরুষ ও নারী ফুটবলারদের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে প্রদান করা হয় এ মর্যাদাপূর্ণ পুরস্কার। এই দুই ক্যাটাগরির বাইরেও সেরা গোলরক্ষক, তরুণ খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা ও কোচদের পারফরম্যান্সের জন্য এ পুরস্কার দেওয়া হয়। লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর আধিপত্যের যুগ শেষ হওয়ার পর...