বিয়ের পর এবার মধুচন্দ্রিমার পালা। তারকাদের বিয়ের পর ভক্ত-অনুরাগীদের বরাবরই কৌতুহল থাকে হানিমুন নিয়ে। অভিনেত্রী শবনম ফারিয়ার ক্ষেত্রেও তাই হয়েছে তাই। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে জানতে চেয়েছেন, মধুচন্দ্রিমা যাপনে কোথায় যাচ্ছেন ফারিয়া? এই অভিনেত্রী জানিয়েছেন, চলতি বছরের শেষে সহকর্মী, স্বজন ও ঘনিষ্ঠজনদের জন্য বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা রয়েছে তাদের। কিন্তু তার আগেই ফারিয়া যাচ্ছেন মধুচন্দ্রিমায়। নতুন বরের সঙ্গে কোথায় কাটাবেন একান্ত সময়? জানতে চাইলে শবনম ফারিয়া বলেন, হানিমুনের জন্য তারা বেছে নিয়েছেন মালদ্বীপকে। তিনি বলেন, ‘আগামী মাসে মালদ্বীপে হানিমুনে যাবো।’ উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর রাজধানীর মাদানী...