তিন প্রতিবেশী দেশ- শ্রীলংকা, বাংলাদেশ ও নেপালে তরুণদের নেতৃত্বে গণবিক্ষোভের মুখে সরকার পতনের ঘটনায় বেশ উদ্বিগ্ন ভারতের নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকার। এ ধরনের আন্দোলনের আশঙ্কায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুলিশ গবেষণা ব্যুরোকে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কৌশল ঢেলে সাজাতে ৫০ বছরের অর্থাৎ ১৯৭৪ সাল থেকে হওয়া প্রতিটি বড় বিক্ষোভের গতিপ্রকৃতি ব্যাপকভাবে সমীক্ষার নির্দেশ দিয়েছেন। এদিকে ২০২৩ সালের মে মাসে জাতিগত সংঘর্ষে জ্বলে ওঠে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মনিপুর। কুকি-মেইতেই বিরোধ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। নিহত হন শতাধিক, আহত ও বাস্তুচ্যুত হন বহু মানুষ। ঘরছাড়া মানুষগুলো এখনো শরণার্থী শিবিরে দিন কাটাচ্ছেন। এরই মধ্যে মণিপুর রাজ্য সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং বারবার শান্তি ফেরাতে ব্যর্থ হওয়ায় তাকে পদত্যাগ করতে হয়। পরবর্তীতে রাজ্যটিতে রাষ্ট্রপতি শাসন জারি হয়। অন্যদিকে মুসলিম অধ্যুষিত আসামে...