ঢাকার গণপরিবহন ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে মেট্রোরেল। দ্রুত ও আরামদায়ক যাতায়াতের জন্য এটি সাধারণ মানুষের অন্যতম ভরসায় পরিণত হয়েছে। তবে স্টেশনগুলোর আশপাশের অব্যবস্থাপনা এখন যাত্রীদের নতুন ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে, মিরপুর-১০ ও ১১, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচে ফুটপাত, মূল সড়কে অবৈধ দোকানপাট এবং রিকশার জটলা নিয়মিত যানজট তৈরি করছে। এতে পথচারী ও যাত্রীদের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। সরেজমিনে দেখা গেছে, স্টেশনের নিচে ও সিঁড়ির মুখে ভ্রাম্যমাণ দোকান বসানো হয়েছে। চা-কফি থেকে শুরু করে ফাস্টফুড ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিক্রির এসব দোকান ফুটপাতের বড় অংশ দখল করে রেখেছে। হাঁটার জায়গা সংকুচিত হয়ে যাওয়ায় পথচারীদের মূল সড়কে নামতে হচ্ছে, ফলে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। মেট্রোরেল থেকে নেমে গন্তব্যে পৌঁছাতে যাত্রীদের ভরসা রিকশা ও সিএনজি বা ব্যাটারিচালিত অটোরিকশা। কিন্তু এসব যানবাহন...