২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৬ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৬ পিএম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ঘোষিত কমপ্লিট শাটডাউনের মধ্যে রাকসু, হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচন হতে পারে না বলে একস্বর দাবি তুলেছেন চারটি স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা। তাদের মতে, শিক্ষার্থী ও শিক্ষক–কর্মকর্তা–কর্মচারীদের মুখোমুখি পরিস্থিতিতে কোনো নির্বাচনই গ্রহণযোগ্য নয়। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে সংবাদ সম্মেলনে এই দাবি তোলেন সচেতন শিক্ষার্থী সংসদ, রাকসু ফর র্যাডিকাল চেঞ্জ, সর্বজনীন শিক্ষার্থী সংসদ ও ইউনাইটেড ফর রাইটস প্যানেলের প্রার্থীরা। লিখিত বক্তব্যে সর্বজনীন শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী তাসিন খান বলেন, ‘২৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচন উপলক্ষ্যে আমরা সকলেই উৎসবমুখর পরিবেশে রাকসুর প্রচারণা করছিলাম। কিন্তু পোষ্য কোটাকে সামনে এনে বিশ্ববিদ্যালয়ে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে সেখানে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সকলেই পরষ্পরের মুখোমুখি অবস্থানে রয়েছে যা...