ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে—তারা ফিলিস্তিন রাষ্ট্রের ধারণাই মানে না। তবে দীর্ঘ দুই বছরের গাজা যুদ্ধের পর পরিস্থিতি বদলাতে শুরু করেছে। নতুন করে ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা ও পর্তুগাল ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। খুব শিগগিরই ফ্রান্স, বেলজিয়ামসহ কয়েকটি ইউরোপীয় দেশ জাতিসংঘ সাধারণ পরিষদে একই পথে হাঁটতে পারে। আজ (২২ সেপ্টেম্বর) সোমবার প্রকাশিত আল জাজিরার একটি প্রতিবেদন অনুসারে, জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে অন্তত ১৪৫টি দেশ এখন পর্যন্ত ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছে যুক্তরাজ্য ও কানাডা—যারা প্রথম জি৭ রাষ্ট্র হিসেবে এমন সিদ্ধান্ত নিল। এর আগে আরব দেশগুলো, প্রায় সব আফ্রিকান ও লাতিন আমেরিকার রাষ্ট্র, ভারত ও চীনসহ অধিকাংশ এশীয় দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। আলজেরিয়া ১৯৮৮ সালের ১৫ নভেম্বর, ইয়াসির আরাফাত নির্বাসনে ফিলিস্তিন রাষ্ট্র...