ব্যালন ডি‘অরে দুই কিংবদন্তি লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর যুগের অবসান হয়েছে। গত আসরে এই পুরস্কার উঠেছে ম্যানসিটি তারকা রদ্রির হাতে। ২০২৫ সালে বহুল প্রতীক্ষিত ব্যালন ডি’অর কার হাতে উঠতে যাচ্ছে তা জানা যাবে আজ সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে। প্যারিসের থিয়েটার দ্যু শাতলেতে জমকালো আয়োজনে সর্বশেষ মৌসুমের সেরা খেলোয়াড়ের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। ২০২৪-২৫ মৌসুমের পারফরম্যান্সের ভিত্তিতে নির্বাচিত এই পুরস্কারের দৌড়ে রয়েছেন বেশ কয়েকজন তারকা খেলোয়াড়। এবারের ব্যালন ডি’অরের জন্য বিবেচনা করা হচ্ছে ২০২৪ সালের ১ আগস্ট থেকে ২০২৫ সালের ১৩ জুলাই পর্যন্ত। এই সময়ের মাঝে পারফরম্যান্সে এগিয়ে থাকা একজনের হাতে উঠতে চলেছে এই পুরস্কার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে ব্যালন ডি’অরের তালিকায় এগিয়ে থাকা ছয়জন পুরুষ খেলোয়াড়ের সর্বশেষ মৌসুমের পারফরম্যান্স বিশ্লেষণ করা হয়েছে। প্রথমেই আছেন পিএসজির ফরাসি...