বৈজ্ঞানিক গবেষণার সারাংশকে খুব সহজ করে বোঝাতে চ্যাটজিপিটি ব্যবহার করা ঠিক নয় বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। ‘আমাকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মতো সহজ ভাষায় বুঝিয়ে বলো’, এ ধরনের বাক্য বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই দেখা যায়, যেখানে এআই কত সহজভাবে বিভিন্ন জটিল বিষয় বোঝাতে পারে তার উল্লেখ থাকে। এটি শিক্ষা খাতে এআই ব্যবহারের খুব জনপ্রিয় এক উদাহরণ বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট ডিজিটাল ট্রেন্ডস। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, বৈজ্ঞানিক গবেষণা আর পেপার সারসংক্ষেপের জন্য চ্যাটজিপিটির মতো এআই টুলের ওপর পুরোপুরি নির্ভর করা উচিত নয়। বিভিন্ন গবেষণাপত্রে সাধারণত অনেক প্রযুক্তিগত শব্দ ও জটিল ভাষা থাকে, যার কারণে সাধারণ মানুষ সেখানে থাকা নতুন আবিষ্কার বা অগ্রগতি বুঝতে সমস্যায় পড়েন। ঠিক এখানেই বিজ্ঞান নিয়ে কাজ করেন এমন সাংবাদিকদের কথা আসে। সবার বোঝার সুবিধার্থে সেসব...