ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা। মাঠের খেলা একপেশে হলেও মাঠের বাইরের নানা ঘটনায় ছিল আলোচনায়। তবে এবার মাঠের বাইরের একটি ঘটনা রীতিমতো স্তব্ধ করে দিয়েছে ক্রিকেটপ্রেমীদের।ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন, এশিয়া কাপের সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালে পাকিস্তানের একটি টেলিভিশন টকশোতে এমন এক প্রশ্ন তোলা হয়, যা অনেকের কাছে ছিল অবিশ্বাস্য। অনুষ্ঠান চলাকালে উপস্থাপক উপস্থিত অতিথিকে সরাসরি প্রশ্ন করেন, ‘স্যার, যদি এখানকার (মাঠের) ছেলেরা মারা যায়, তাহলে কি আমরা জিততে পারব?’ এই প্রশ্নের উত্তরে ওই অতিথি বলেন, ‘আমার মনে হয় আমাদের এটা করা উচিত। নয়তো কিছু ছেলেকে গুলি (ফায়ারিং) করে এখানেই ম্যাচ বন্ধ করে দেওয়া উচিত। কারণ আমাদের হার নিশ্চিত।’টকশো’র এই ক্লিপটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং অনলাইনে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই এটিকে লজ্জাজনক ও নিন্দনীয় মন্তব্য হিসেবে আখ্যা...