বিনোদন ডেস্ক: দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান নিজের শেষ কনসার্টের ঘোষণা দিয়েছেন। রোববার (২১ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত এক কনসার্ট শেষে এই ঘোষণা দেন তিনি। অস্ট্রেলিয়ায় ২৫ বছর পূর্তি উপলক্ষে সফরে আছেন তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড। ৬ সেপ্টেম্বর অ্যাডিলেড থেকে শুরু হয় এই ট্যুর। এরপর ব্রিসবেন, সিডনি ও মেলবোর্নে গান শোনান তিনি। ২৭ সেপ্টেম্বর শেষবারের মতো পার্থে মঞ্চে উঠবেন। মেলবোর্ন কনসার্টে গান গাওয়ার সময়ই ভক্তদের উদ্দেশে তাহসান বলেন, ‘অনেকে লিখছে এটা আমার লাস্ট কনসার্ট। আসলে লাস্ট কনসার্ট নয়, লাস্ট ট্যুর। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটা হয়তো ইতি টানব।’ তাঁর এমন ঘোষণায় দর্শকদের মধ্যে হতাশার সুর ওঠে। তখন হাসতে হাসতে তাহসান যোগ করেন, ‘সারাদিন কি স্টেজে লাফালাফি করা যায় এই দাঁড়ি নিয়ে? মেয়ে বড় হয়ে গেছে।’ তবে সিরিয়াস ভঙ্গিতেই তিনি...