নিহতের নাম রিনা বেগম (৪০)। তিনি হিজলা উপজেলার ধূলখোলা ইউনিয়নের শংকরপাশা গ্রামের রিপন হাওলাদারের স্ত্রী। রিনা বেগম তার মেয়ের সঙ্গে জামাতার নামে মামলা করতে বরিশাল যাচ্ছিলেন বলে জানান রিপন হাওলাদার। নিহতের মেয়ে তানিয়া আক্তার জানান, তার মাকে নিয়ে সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বরিশালের উদ্দেশে হিজলা থেকে মুজাহিদ পরিবহণে ওঠেন। বাসটি মুলাদী বন্দরের খাদ্যগুদাম সড়ক এলাকায় পৌছলে তার মা রিনা বেগমের বমি পায়। তিনি বমি করার জন্য জানালা দিয়ে বাইরে মাথা দেন। ওই সময় বাসটি আরেকটি গাড়িকে জায়গা দিতে গিয়ে সড়কের পাশে যায়। এতে সড়কের পাশে থাকা টেলিফোন খুঁটির সঙ্গে রিনা বেগমের মাথা ধাক্কা লাগলে তিনি মারাত্মক আহত হন। পরে তাকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।আরও পড়ুনআরও পড়ুনবিধবা নারীর সন্তান প্রসব, এলাকাজুড়ে চাঞ্চল্য নিহতের...