আজকের ছোট্ট এই লেখা আমার প্রিয় আমেরিকান শোগুলোর অন্যতম একটি শো নিয়ে। এবং এর সাম্প্রতিক হতবাক ঘটনাবলি ঘিরে।লেখার অনুপ্রেরণা এসেছে এক ধরনের অসামান্য আবেগ থেকে। তাহলে এবার গল্পের মূল আলোচনায় আসা যাক। Jimmy Kimmel Live! হলো একটি আমেরিকান লেট-নাইট টক শো, যা নির্মাণ ও উপস্থাপনা করেন জিমি কিমেল। এটি সম্প্রচারিত হয় আমেরিকান ব্রডকাস্টিং কোম্পানি এবিসি-তে। ঘণ্টাব্যাপী এই রাতের অনুষ্ঠানটি ধারণ করা হয় লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়ার হলিউডে অবস্থিত এল ক্যাপিটান এন্টারটেইনমেন্ট সেন্টার (আগে যা ছিল হলিউড মেসোনিক টেম্পল)। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে লেট-নাইট টেলিভিশন জগৎ কেঁপে ওঠে যখন ডিজনির মালিকানাধীন এবিসি ঘোষণা করে যে, Jimmy Kimmel Live! অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হচ্ছে। এ খবরে ভক্ত ও সমালোচকরা হতবাক হন। প্রশ্ন ওঠে, কী এমন ঘটেছিল যে একটি প্রধান নেটওয়ার্ক তাদের সবচেয়ে জনপ্রিয়...