২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৬ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৮ পিএম ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের চালানো ড্রোন হামলায় এবার প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। হামলার ঘটনায় রাশিয়া তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এবং এটিকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ আখ্যা দিয়েছে। রুশ নিয়ন্ত্রিত ক্রিমিয়ার প্রধান সের্গেই আকসিওনভ জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইউক্রেনীয় বাহিনী উপদ্বীপের ফোরোস শহরের একটি রিসোর্ট এলাকায় ড্রোন হামলা চালায়। এতে তিনজন নিহত ও ১৬ জন আহত হন। হামলার লক্ষ্যবস্তু ছিল একটি স্যানেটোরিয়াম (বিশেষায়িত হাসপাতাল) এবং একটি স্কুল ভবনের প্রাঙ্গণ। রাশিয়া দাবি করছে, ঘটনাস্থলে কোনো সামরিক স্থাপনা ছিল না, তাই এই আক্রমণকে পরিকল্পিত বেসামরিক হামলা হিসেবে দেখা হচ্ছে। রয়টার্স জানায়, হামলার পর আকসিওনভ টেলিগ্রামে এক বার্তায় হতাহতের তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, “ইউক্রেনের ড্রোন হামলায় সর্বশেষ তথ্য অনুযায়ী...