জেদ্দার ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিতব্য ৩য় সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৫-এ অংশগ্রহণ করছে বাংলাদেশ। আগামী ২৫ থেকে ২৮ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত চলবে এই এক্সপো। জেদ্দায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল মো. শাখাওয়াত হোসেন। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের তত্ত্বাবধানে এবার বাংলাদেশের ১২টি স্বনামধন্য কোম্পানি প্রদর্শন করবে তাদের উদ্ভাবনী টেক্সটাইল, ফ্যাশন, নিটওয়্যার ও পোশাক অ্যাকসেসরিজ পণ্য। মেলায় বিশ্বের ২৬টি দেশ অংশ নিচ্ছে। আয়োজকরা জানিয়েছেন, এই প্রদর্শনী বাংলাদেশের তৈরি পোশাকের বাজার সম্প্রসারণ ও দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মো. শাখাওয়াত হোসেন বলেন, এই অংশগ্রহণ বাংলাদেশের জন্য একাধিক সুযোগ তৈরি করবে। আমাদের উচ্চমানসম্পন্ন ও পরিবেশবান্ধব পোশাক আন্তর্জাতিক ক্রেতাদের সামনে উপস্থাপনের মাধ্যমে নতুন বাজার ও ব্যবসায়িক অংশীদার পাওয়া সম্ভব...