ঢাকা: আজাদ কাশ্মির একদিন স্বতঃস্ফূর্তভাবে ভারতের সাথে যুক্ত হবে বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, "আজাদ কাশ্মির দখলের জন্য কোনো হামলার প্রয়োজন নেই, এটি ভারতেরই অংশ— একদিন নিজের ইচ্ছেতেই তা ভারতের সাথে একীভূত হবে।"সোমবার (২২ সেপ্টেম্বর) মরক্কো সফরে ভারতীয় প্রবাসীদের সাথে এক আলাপচারিতায় তিনি এ মন্তব্য করেন। খবর এনডিটিভি।আলোচনার সময় রাজনাথ সিং আরও বলেন, “পাকিস্তানশাসিত কাশ্মির (পিওকে) একদিন ভারতের অংশ হবেই। ইতোমধ্যেই সেখানকার মানুষ ভারতভুক্তির দাবিতে স্লোগান দিচ্ছেন।”রাজনাথ সিং বলেন, জম্মু ও কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর এক অনুষ্ঠানে পাঁচ বছর আগেও তিনি একই কথা বলেছিলেন। তার ভাষায়, “তখনও আমি বলেছিলাম, পাকিস্তানশাসিত কাশ্মির দখল করার জন্য আমাদের আক্রমণ চালাতে হবে না। কারণ, পাকিস্তানশাসিত কাশ্মির ভারতেরই অংশ। একদিন সেখানকার মানুষ নিজেরাই বলবে, ‘আমিও ভারত’। সেই দিন আসবেই।”এনডিটিভি বলছে, তার এ...