ঢাকা: নির্ধারিত সময়ে যাত্রীরা বিমানে উঠে নিজ নিজ আসনে বসে পড়েছিলেন। ঠিক তখনই কেবিনে হঠাৎ দেখা মেলে একটি ছোট ইঁদুরের, আর তাতেই শুরু হয় তাণ্ডব। কেবিনজুড়ে দৌড়াদৌড়ি করতে থাকে প্রাণীটি, সৃষ্টি হয় চাঞ্চল্য।নিরাপত্তার স্বার্থে তৎক্ষণাৎ যাত্রীদের নামিয়ে ফেলা হয় এবং ইঁদুর ধরার অভিযান চালানো হয়। শেষমেশ প্রাণীটি ধরতে সফল হয় কর্তৃপক্ষ। প্রায় তিন ঘণ্টা বিলম্বের পর বিমানটি পুনরায় যাত্রা শুরু করে। সোমবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। খবর এনডিটিভি।সংবাদমাধ্যমটি বলছে, কানপুর বিমানবন্দরে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইঁদুর দেখা যাওয়ায় তিন ঘণ্টা দেরিতে উড্ডয়ন করেছে বিমানটি। এতে ভোগান্তিতে পড়েন ১৪০ যাত্রী ও বিমানবন্দর কর্তৃপক্ষ।এনডিটিভি বলছে, রোববার দুপুর ২টা ৫৫ মিনিটে কানপুর থেকে দিল্লির উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল ফ্লাইটটির। যাত্রীরা বোর্ডিং সম্পন্ন করার পর কেবিনে ইঁদুরকে দৌড়াদৌড়ি করতে...