২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর কুইন্টন ডি কক হুট করেই জানিয়ে দেন, ‘ওয়ানডে আর খেলবেন না।’ এক বছরের বেশি সময় টি-টোয়েন্টি দলেও ছিলেন না। অবশেষে দক্ষিণ আফ্রিকা দলে ফিরেছেন ডি কক। অবসর ভেঙে ওয়ানডেতেও ফিরেছেন। পাকিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ ও নামিবিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে দল জানিয়েছে প্রোটিয়াদের ক্রিকেট বোর্ড। সব ঠিক থাকলে ওই সিরিজে পঞ্চাশ ওভারের ক্রিকেটে ফিরবেন ডি কক। একই সঙ্গে প্রোটিয়া টি-টোয়েন্টি দলেও আছেন। পাকিস্তান সফরে ২টি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি খেলার পর দক্ষিণ আফ্রিকা তিনটি পঞ্চাশ ওভারের ম্যাচ খেলবে। এরপর নামিবিয়ার বিপক্ষে কুড়ি কুড়ির লড়াইয়ে নামবে প্রোটিয়ারা। ওই সিরিজেও আছেন ডি কক। ডি কক ফিরলেও সাদা বলের সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকা করবিন বোশ ও দেওলাদ ব্রেভিস বাদে তিন ফরম্যাটে খেলা ক্রিকেটারদের অধিকাংশকে বিশ্রাম দিয়েছে। ফলে টি-টোয়েন্টি...