২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫১ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৫ পিএম বিশ্বের প্রতিভাবান শিক্ষার্থী ও পেশাদারদের টানতে নতুন দৌড়ে নেমেছে চীন। একদিকে যুক্তরাষ্ট্র মেধাবীদের জন্য ভিসা ফি ব্যাপকভাবে বাড়িয়েছে, অন্যদিকে চীন ঠিক বিপরীত পথে গিয়ে নতুন ধরনের ভিসা চালুর ঘোষণা দিয়েছে। এর মধ্য দিয়ে দেশটি নিজেকে মেধাবী অভিবাসীদের জন্য আকর্ষণীয় গন্তব্য হিসেবে তুলে ধরতে চাইছে। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন নীতিতে কড়াকড়ি আরোপ করে ঘোষণা দেন, বিশেষ দক্ষতা সম্পন্ন বিদেশি কর্মীদের জন্য এইচ-১বি ভিসার বার্ষিক ফি ১ হাজার ৫০০ ডলার থেকে বাড়িয়ে এক লাফে ১ লাখ ডলার করা হবে। এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রে কাজ করতে আগ্রহী হাজার হাজার তরুণ উদ্বেগে পড়েছেন। এমন পরিস্থিতিতে চীনের স্টেট কাউন্সিল জানায়, তারা ‘কে ভিসা’ নামের নতুন এক সুযোগ চালু করতে যাচ্ছে, যা...