জুলাই গণঅভ্যুত্থানে বিশ্ববিদ্যালয় ঘিরে রাজশাহীতে গড়ে ওঠা আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন সালাউদ্দিন আম্মার। সরকার পতনের পরও নানা কারণে আলোচনা-সমালোচনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এ সমন্বয়ক। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে কোনো আন্দোলনে তার সরব উপস্থিতি দেখা যায়। আসন্ন রাকসু নির্বাচনে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়ছেন তিনি। নির্বাচনী আমেজের মধ্যেই হঠাৎ পোষ্য কোটাবিরোধী আন্দোলনে উত্তাল ক্যাম্পাস। সেখানেও শিক্ষকদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে নতুন করে আলোচনায়সালাউদ্দিন আম্মার। রাকসু নির্বাচন ও ক্যাম্পাসের চলমান উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে কথা বলেছেন জাগো নিউজের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন নিজস্ব প্রতিবেদকআল-আমিন হাসান আদিব। জাগো নিউজ: রাকসু নির্বাচনের মাত্র দুদিন বাকি। কিন্তু পোষ্য কোটাবিরোধী আন্দোলন ঘিরে সবার নজর ভিন্ন দিকে। কর্মবিরতিতে শিক্ষক-কর্মকর্তারা। ক্যাম্পাসে প্রার্থীদের নির্বাচনী প্রচারণায়ও ভাটা দেখা যাচ্ছে। প্রচার-প্রচারণা কতটা করতে পেরেছেন? সালাউদ্দিন আম্মার:মীমাংসিত একটি ইস্যু পোষ্য...