অবসর ভেঙে আবারও ওয়ানডে ক্রিকেটে ফিরলেন দক্ষিণ আফ্রিকার তারকা ওপেনার কুইন্টন ডি কক। পাকিস্তান সফরের জন্য ঘোষিত ওয়ানডে ও টি–টোয়েন্টি দলে তার নাম আছে। এর আগে নামিবিয়ার বিপক্ষে একমাত্র টি–টোয়েন্টিতেও মাঠে নামবেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। ২০২৩ বিশ্বকাপের পর ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন ডি কক। তার শেষ সাদা বলের আন্তর্জাতিক ম্যাচ ছিল ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। আনুষ্ঠানিকভাবে টি–টোয়েন্টি থেকে অবসর না নিলেও আর কোনো সিরিজে দলে জায়গা পাননি। এ সময় তিনি নিয়মিত খেলেছেন বিশ্বের বিভিন্ন টি–টোয়েন্টি লিগে, সর্বশেষ খেলেছেন সিপিএলে। দক্ষিণ আফ্রিকার বর্তমান প্রধান কোচ শুকরি কনরাড জানান, ডি ককের সঙ্গে আলোচনার পরই তাকে দেলে নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘কুইন্টনের দলে ফেরা আমাদের জন্য বিশাল প্রাপ্তি। জাতীয় দলের হয়ে খেলার প্রতি এখনও তার প্রবল আগ্রহ আছে। তার মানসিকতা এবং অভিজ্ঞতা...