ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৎকালীন বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে মো. নজরুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে অপহরণের পর তার প্রতিষ্ঠানের অবৈধ নিয়ন্ত্রণ নেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি ঢাকার আদালতে পুলিশের করা একটি আবেদনের প্রেক্ষিতে এ তথ্য জানা গেছে। গত ৪ মে রাজধানীর গুলশান থানায় করা মামলার প্রেক্ষিতে এ আবেদন করা হয়। গত ২২ মে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সালমান এফ রহমানকে মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। আবেদনে এসআই সালাম উল্লেখ করেন, সালমান ও তার সহযোগীরা নজরুলকে অপহরণ করেন, তাকে তার ব্যাবসায়িক প্রতিষ্ঠান থেকে সরিয়ে দেন, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেন ও অর্থ আত্মসাৎ করেন এবং তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেন। এদিকে নজরুলের বিরুদ্ধে করা মামলা সম্পর্কে চলতি বছরের ২৮ আগস্ট পুলিশের...