খবর টি পড়েছেন :১৫৮আইপিএলে গত মৌসুমে ভাল খেলতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। প্লে অফেও উঠতে পারেনি তারা। তবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ঠিকই শিরোপা জিতেছে শাহরুখ খানের আর এক দল, ত্রিনবাগো নাইট রাইডার্স (টিকেআর)। ফাইনালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে হারিয়েছে তারা। সিপিএলে এটি নাইট রাইডার্সের ৫ম ট্রফি। এর আগে ২০১৫, ২০১৭, ২০১৮ ও ২০২০ সালে চ্যাম্পিয়ন হয়েছিল টিকেআর।ত্রিনবাগো নাইট রাইডার্সের অধিনায়ক নিকোলাস পুরান। আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসে খেললেও নিজ দেশের লিগে নাইটদের হয়ে খেলেছেন তিনি। একই দলে খেলেছেন কাইরন পোলার্ডের মতো তারকাও। সুনীল নারাইন, আন্দ্রে রাসেল অবশ্য নাইট রাইডার্সের হয়ে আইপিএলের পাশাপাশি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও খেলেন। ফাইনালে কলকাতার ২ পুরনো সদস্য আলাদাভাবে নজর কেড়েছেন।গায়ানার ঘরের মাঠে ছিল ফাইনালের ভেন্যু। যেখানে বাংলাদেশ সময় আজ (২২ সেপ্টেম্বর) ভোরবেলা টস জিতে প্রথমে ব্যাট করার...