এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার মুখোমুখি হয়েছিল পাকিস্তান-ভারত। তবে গ্রুপ পর্বের লড়াইয়ের মতো সুপার ফোরের লড়াইও একই পরিণতি পেল। এবারও ভারতই জিতল। এবারের ব্যবধান ছিল ৬ উইকেটের, তাদের হাতে ছিল ৭ বল। আগের ম্যাচে দুই দলের হ্যান্ডশেক বিতর্ক নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি। তবে এবারের ম্যাচ এমন বিতর্কিত মুহূর্তের দিক থেকে আগের ম্যাচটাকেও ছাপিয়ে গেছে। এই ম্যাচে ব্যাটে-বলের লড়াইয়ের চেয়ে স্পটলাইটটা কেড়ে নিয়েছে ছোট বড় নানান বিতর্ক। আরেকটু স্পষ্ট করে বললে অন্তত ৫টি বিতর্কের জন্ম দিয়েছে এই ম্যাচ। ১।ফখর জামানের বিতর্কিত আউটফখর জামানের আউট নিয়ে তৈরি হয় প্রশ্ন। হার্দিক পান্ডিয়ার বলে ক্যাচ দেন তিনি। কিন্তু রিপ্লেতে আভাস মিলছিল, বল গ্লাভসে পৌঁছানোর আগে মাটিতে লেগেছে। তবু তৃতীয় আম্পায়ার তাকে আউট ঘোষণা করেন। হতভম্ব ফখর ড্রেসিংরুমে ফেরার পর কোচ মাইক হেসনের সঙ্গে তর্কে...