চট্টগ্রাম:নগরীতে প্রথমবারের মতো ‘গ্যালেরিয়া-ইউর সেকেন্ড হোম’-এ ৮০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন নেট মিটারিং সৌর বিদ্যুৎ ব্যবস্থা উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে এই পরিবেশবান্ধব প্রকল্প উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও প্রকৌশলী বিশেষজ্ঞ ড. এম শামিম জেড বসুনিয়া, সিপিডিএল পরিবারের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন এবং সোলারিক লিমিটেডের ডিরেক্টর নাজনীন আক্তার। এছাড়াও সিপিডিএল পরিবার ও সোলারিক লিমিটেডের অন্যান্য সদস্য এবং সংশ্লিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। এই উদ্যোগের মাধ্যমে গ্যালেরিয়া’র ছাদজুড়ে সৌর প্যানেল স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে নেট মিটারিং সুবিধা গ্রহণ করা যাবে। এটি শুধু বিদ্যুৎ সাশ্রয়ের জন্যই নয়, বরং পরিবেশ রক্ষার এক অনন্য পদক্ষেপ, যা কার্বন নিঃসরণ হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চুক্তি অনুযায়ী, গ্যালেরিয়ায়...