শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে সুরের জাদুতে সংগীতপ্রেমীদের মুগ্ধ করে আসছেন। এবার সংগীত জীবনের ইতি টানার ইঙ্গিত দিলেন এই শিল্পী। কয়েক দিন আগে অস্ট্রেলিয়ায় একটি লাইভ কনসার্টে তাহসান জানান, ধীরে ধীরে সংগীত ক্যারিয়ার গুটিয়ে নিচ্ছেন। সংগীত ছাড়া প্রসঙ্গে তাহসানের বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তারপর থেকে বিষয়টি ‘টক অব দ্য কান্ট্রিতে’ রূপ নিয়েছে। নানাজন, নানা মত প্রকাশ করছেন। এ নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন ভারতে বসবাসরত বাংলাদেশের নির্বাসিত লেখক তসলিমা নাসরিন।আরো পড়ুন:‘মেয়ে বড় হচ্ছে, এখন কি দাড়ি রেখে লাফালাফি ভালো লাগে?’সত্যিই কি ফের বাবা হয়েছেন তাহসান? ‘মেয়ে বড় হচ্ছে, এখন কি দাড়ি রেখে লাফালাফি ভালো লাগে?’ বিস্ময় প্রকাশ করে তসলিমা নাসরিন বলেন, “দাড়ি রেখে বুঝি স্টেজে গান গাওয়া নিষেধ? মেয়ে বড় হলে বুঝি গান গাওয়া...