উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, ট্রাম্পের সঙ্গে তার 'সুন্দর স্মৃতি' আছে, আমেরিকা যদি পারমাণবিক নিরস্ত্রীকরণের দাবি প্রত্যাহার করে নেয় তবে তিনি আলোচনার জন্য প্রস্তুত। ট্রাম্পের প্রথম মেয়াদে তিনবার উচ্চপর্যায়ের শীর্ষ সম্মেলনে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন কিম। এর পরে ২০১৯ সালে হানোইতে উত্তর কোরিয়া তাদের পারমাণবিক অস্ত্র নিয়ে কী ধরনের ছাড় দিতে প্রস্তুত তা নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হলে দুদেশের মধ্যে আলোচনা ভেস্তে যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি যে কিম তার নিষিদ্ধ অস্ত্র ত্যাগ করবেন,যা দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে প্রধান অসঙ্গতির বিষয় হয়ে দাঁড়িয়েছে। পিয়ংইয়ং-এর পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি জাতিসংঘের ধারাবাহিক নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। আরও পড়ুনআরও পড়ুনসাত যুদ্ধ থামিয়ে ৭টি নোবেল চান ট্রাম্প কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি কিমের বরাত দিয়ে বলছে, ‘যদি মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রতি দাবি ত্যাগ করে...