আরও একটি একপেশে ম্যাচের সাক্ষী হলো এশিয়া কাপ। গ্রুপ পর্বের মতো সুপার ফোরের ম্যাচেও ভারতের কাছে পাত্তা পেল না পাকিস্তান। প্রথম ম্যাচে পরাজয়ের পর পাকিস্তানি ক্রিকেটারদের সামনে রয়েছে আরও দুই ম্যাচ, যার একটিতে প্রতিপক্ষ বাংলাদেশ।সুপার ফোরের ম্যাচে মাঠের লড়াইয়ে দাপটের সঙ্গেই জয় পেয়েছে ভারত। পাকিস্তান প্রথমে ব্যাট করে গড়ল নিজেদের সর্বোচ্চ রান (১৭১) ভারতের বিপক্ষে। তবুও শেষ পর্যন্ত তা রইল হারের রেকর্ড ছাড়া আর কিছু নয়। অভিষেক শর্মার ৩৯ বলে ৭৪ রানের বিধ্বংসী ইনিংস ভর করে ভারত সহজেই ৬ উইকেটে জিতল, হাতে থাকল সাত বল।শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ জয় পেলেও নেট রানরেটে বেশি এগোতে পারেনি। ১ বল হাতে রেখে ম্যাচ জেতার পর টাইগারদের নেট রান এখন +০.১২১। পাকিস্তানকে হারানো ভারতের নেট রানরেট +০. ৬৮৯। বাংলাদেশ ও ভারতের পয়েন্ট এখন সমান হলেও...