২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৮ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৮ পিএম শেরপুরের শ্রীবরদী উপজেলার পূর্ব গোবিন্দপুর হিলফুল ফুজুল নূরানী ও হাফেজিয়া মাদরাসার কার্যক্রমে নানা অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার দুপুরে মাদরাসা মাঠে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মাদরাসার সভাপতি মো. আসলাম মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা নুরল হক (দাদা হুজুর), সহসভাপতি আব্দুর রহিম, সেক্রেটারি মনিরুল ইসলাম রঞ্জু, কার্যনির্বাহী সদস্য মনিরুজ্জামান সোহাগ, কোষাধ্যক্ষ ছামিউল হকসহ আরও অনেকে। বক্তাগণ জানান, ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত এই মাদরাসার জন্য সরকার প্রদত্ত জমি ও স্থানীয় দাতাদের সহযোগিতায় দীর্ঘদিন শিক্ষা কার্যক্রম চলছে। সম্প্রতি পরিচালনা কমিটির কিছু সদস্যের অনিয়ম ও প্রভাব বিস্তারে কার্যক্রম ব্যাহত হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি মো. নুরন্নবী মাদরাসার স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত। অভিযোগ রয়েছে, তিনি জাল দাখিলা ও ভুয়া খতিয়ান ব্যবহার করে...