নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অর্থনীতিতে ব্যাংক নির্ভরতা কমাতে ক্যাপিটাল মার্কেট ও বন্ড মার্কেটকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। পদ্মা সেতুর মতো বড় প্রকল্প বাস্তবায়নে ব্যাংক ঋণ বা শুধুমাত্র আয়করের ওপর নির্ভর না করে বিকল্প হিসেবে এই বাজারগুলোকে ব্যবহার করার পরামর্শ দিয়েছেন তিনি। সোমবার (২২ সেপ্টেম্বর) বিএসইসি এবং ডিএসই-এর এক যৌথ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মতামত দেন। সেমিনারে উপস্থিত ছিলেন ড. আনিসুজ্জামান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক। সেমিনারের সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আমাদের শেয়ারবাজারের ছোট বিনিয়োগকারীরা প্রায়ই মনে করেন এখানে বিনিয়োগ মানেই নিশ্চিত লাভ, যা ভুল ধারণা। এই বাজারে ঝুঁকি রয়েছে এবং তা মেনে নেওয়া উচিত। তিনি আরও বলেন,...