আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রার্থী তালিকা চূড়ান্তের কাজ প্রায় শেষ করেছে বিএনপি। ইতোমধ্যে দুই শতাধিক প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। আরো প্রায় ৫০টি আসনে যাচাই-বাছাই চলছে। সমমনা দল ও জোটকে আসন ছেড়ে দেওয়ার পর বাকি আসনে সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে খাতভিত্তিক টিমের মাধ্যমে ইশতেহার তৈরির কাজও শুরু করেছে দলটি। দলীয় সূত্র জানায়, শীর্ষ নেতৃত্ব নির্বাচনকে বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়ে মাঠ জরিপ, তৃণমূলের মতামত ও জনপ্রিয়তার নিরিখে প্রার্থী চূড়ান্ত করছেন। তালিকা ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্ভাব্য প্রার্থীদের সবুজ সংকেত দিয়ে মাঠে নামতে নির্দেশ দিচ্ছেন। যেখানে কোন্দল রয়েছে, সেখানে স্কাইপে সংযুক্ত হয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার বার্তাও দিচ্ছেন তিনি। ঢাকার ১৫টি আসনের মধ্যে কয়েকটি আসনে প্রার্থী চূড়ান্ত হয়েছে। ঢাকা-৪ এ তানভীর আহমেদ রবীন, ঢাকা-৮ এ মির্জা আব্বাস, ঢাকা-১৩...