বাংলাদেশি সিনেমায় নতুন সংযোজন ‘সাবা’। মুক্তিতে বিলম্ব হলেও মেহজাবীন চৌধুরীর প্রথম চলচ্চিত্র এটি। ইতোমধ্যেই যেটি জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক উৎসবের মঞ্চে। আসছে ২৬ অক্টোবর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে, তার আগে প্রকাশ হলো দেড় মিনিটের ট্রেলার। সেখানে উঠে এসেছে মাকে কেন্দ্র করে মেয়ের সংগ্রামের করুণ বাস্তবতা। ট্রেলারটি প্রকাশ করা হয়েছে মেহজাবীনের অফিসিয়াল ফেসবুক পেজ ও সিনেমার অফিসিয়াল পেজে। প্রকাশের পর থেকেই দর্শকরা ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছেন। গল্পে দেখা যায়, বাবার নিখোঁজ হওয়ার পর অসুস্থ মাকে নিয়ে একা লড়াই শুরু করে সাবা। মায়ের চরিত্রে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, আর গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন মোস্তফা মনোয়ার। ৯০ মিনিট দৈর্ঘ্যের ছবিটি যৌথভাবে লিখেছেন মাকসুদ হোসেন ও ত্রিলোরা খান, পরিচালনাও করেছেন...