ভুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের নামে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে ফিলিপাইনে দুর্নীতিবিরোধী বিক্ষোভ তীব্র হয়েছে। করদাতাদের বিলিয়ন ডলার লুটপাট এবং সরকারি কর্মকর্তা ও সংসদ সদস্যদের ঘুষ গ্রহণের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে হাজারো মানুষ প্রতিবাদে রাস্তায় নেমেছে। রবিবার রাজধানী ম্যানিলা ও বিভিন্ন শহরে ছাত্র, গির্জা সংগঠন, রাজনৈতিক কর্মী, সাধারণ নাগরিক ও সেলিব্রিটিরা একত্রিত হয়ে বিক্ষোভ করেন। ম্যানিলার একটি পার্কেই প্রায় ৫০ হাজার মানুষ জমায়েত হন বলে জানা গেছে। পরে রাজধানীর এডিএসএ সড়কেও বিক্ষোভকারীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বিক্ষোভ মূলত শান্তিপূর্ণ থাকলেও কিছু ঘটনায় উত্তেজনা তৈরি হয়। পুলিশ ৭২ জনকে আটক করেছে, যাদের মধ্যে ২০ জন নাবালক। এছাড়া ৩৯ জন পুলিশ সদস্য আহত হন এবং ব্যারিকেড হিসেবে ব্যবহৃত একটি ট্রেলার আগুনে পুড়িয়ে দেওয়া হয়। তবে পুলিশ জানিয়েছে, আটককৃতরা সবাই বিক্ষোভকারী কিনা তা...