বিকাশ-এ টোল পরিশোধ করে এখন যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার নিমেষেই পার হচ্ছে বাস, প্রাইভেট কার, মোটরসাইকেলসহ সবধরনের যানবাহন। রেজিস্ট্রেশন থেকে শুরু করে পেমেন্ট সল্যুশনের মাধ্যমে সহজ করেছে নাগরিকদের প্রতিদিনের যাতায়াত। টোল প্লাজায় দীর্ঘ লাইনে অপেক্ষা, ভাংতি টাকার ঝামেলা আর হর্নের শব্দ- এটাই যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারে টোল প্লাজাগুলোয় প্রতিদিনের চিত্র। এই ঝামেলা দূর করে দৈনন্দিন যাত্রাকে নিরবচ্ছিন্ন করছে আরএফআইডি প্রযুক্তি। ফ্লাইওভারে আরএফআইডি লেনে গাড়ি না থামিয়ে সরাসরি ব্যবহারের ফলে অফিসগামী, শিক্ষার্থী ও জরুরি সেবার গাড়িগুলোর সময় বাঁচিয়ে দিচ্ছে অনেকখানি। শুধু সময় বাঁচানো নয়, বরং পরিবহন ব্যবস্থায় আস্থা যাত্রীদের আস্থা বাড়াতে ভূমিকা রাখছে এই পদ্ধতি। যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারে আরএফআইডি সেবার পুরো সমাধান দিচ্ছে বিকাশ। গাড়ি উইনশিল্ডে লাগানো আরএফআইডি স্টিকারটি টোল পয়েন্টে স্বয়ংক্রিয়ভাবে স্ক্যান হয়ে যায়, ফলে গাড়িগুলো না থেমেই টোল পয়েন্ট অতিক্রম করতে পারে। ‘আরএফআইডি’ পদ্ধতি...