রাজশাহীর চারঘাটে কারিমন বেওয়া (৩৫) নামে এক বিধবা নারীর গর্ভে জন্ম নিল ফুটফুটে এক পুত্র সন্তান। রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওই বিধবা নারী সন্তান প্রসব করেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার সন্তানকে দেখতে ভিড় জমায় আশেপাশের শত শত মানুষ। এক পর্যায়ে সদ্যজাত সন্তানের পিতৃ পরিচয় প্রকাশ করেন বিধবা কারিমন বেওয়া। তিনি জানান, এই সন্তানের পিতা প্রতিবেশী সাবেক ইউপি সদস্য শুকচান্দ আলীর ছেলে সাইফুল ইসলাম। এ কথা শুনেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। বিচারের দাবিতে উত্তাল হয়ে ওঠে উপজেলার নিমপাড়া ইউনিয়নের কালুহাটি পশ্চিম পাড়া এলাকা। সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় থানা পুলিশ ও সংবাদকর্মীরা। তার আগেই আত্মগোপনে চলে যান অভিযুক্ত সাইফুল ইসলাম। জানা যায়, ৯ বছর পূর্বে দুই ছেলে সন্তান ও এক মেয়ে সন্তান রেখে মারা যান কালুহাটি পশ্চিমপাড়া গ্রামের আকছেদ...