ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, পাকিস্তান-শাসিত আজাদ কাশ্মীর একদিন নিজ থেকেই ভারতের অংশ হবে। এজন্য সশস্ত্র হামলা করার প্রয়োজন নেই। মরক্কোয় ভারতীয় প্রবাসীদের সঙ্গে এক আলোচনাকালে তিনি এ মন্তব্য করেন। সোমবার (২২ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। রাজনাথ সিং বলেন, পাকিস্তান-শাসিত কাশ্মীর একদিন নিজেই ভারতের অংশ হয়ে যাবে। ইতোমধ্যেই সেখানকার মানুষ এই দাবিতে স্লোগান দিতে শুরু করেছে। তিনি জানান, পাঁচ বছর আগে জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর এক অনুষ্ঠানেও তিনি একই কথা বলেছিলেন। তার দাবি, আমি তখনও বলেছিলাম, পাকিস্তান-শাসিত কাশ্মীর দখল করতে আমাদের হামলা চালাতে হবে না। কারণ, এটি ভারতেরই অংশ। একদিন সেখানকার মানুষ নিজেরাই বলবে, ‘আমিও ভারত’। সেই দিন আসবেই। এনডিটিভি জানায়, তার এই বক্তব্য এসেছে এমন এক সময়ে যখন ভারতের কিছু বিরোধী দল অভিযোগ করছে...