ঢাকা: এক যুগেরও বেশি সময় পর জার্মানিতে বসবাসরত শরণার্থীর সংখ্যা কিছুটা কমেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০১১ সালের পর এই প্রথমবার দেশটিতে শরণার্থীর সংখ্যায় এমন উল্লেখযোগ্য হ্রাস দেখা গেল।জার্মানির বামপন্থি রাজনৈতিক দল ডি লিংকে-র একটি সংসদীয় প্রশ্নের জবাবে সরকার জানায়, ২০২5 সালের প্রথম ছয় মাসে অন্তত ৫০ হাজার শরণার্থী সংখ্যা কমেছে। ২০২৪ সালের শেষ নাগাদ যেখানে এই সংখ্যা ছিল ৩৫ লাখ ৫০ হাজার, ২০২৫ সালের মাঝামাঝি তা কমে দাঁড়িয়েছে ৩৫ লাখে।এই পরিসংখ্যানে অন্তর্ভুক্ত করা হয়েছে বিভিন্ন মর্যাদায় বসবাসের অনুমতি পাওয়া শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের—নতুন আসা মানুষদের পাশাপাশি দীর্ঘদিন ধরে জার্মানিতে অবস্থানরত ব্যক্তিরাও রয়েছেন তালিকায়। ইউক্রেন থেকে পালিয়ে আসা শরণার্থীরাও এই পরিসংখ্যানে অন্তর্ভুক্ত।ডি লিংকে বলছে, শরণার্থীদের সংখ্যা কমে আসার পেছনে রয়েছে জোরপূর্বক প্রত্যাবাসন, স্বেচ্ছা প্রত্যাবাসন, নাগরিকত্ব গ্রহণের মতো নানা কারণ৷জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য...