২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৪ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৪ পিএম আম্মার এবং তার যে সহযোগীরা এই বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার নীলনকশা নিয়ে মাঠে নেমেছে। এই আম্মার এমন এক বেয়াদব এবং সন্ত্রাসী যে হাতে পিস্তল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে। শনিবার যে সন্ত্রাসীরা শিক্ষকদের যেভাবে লাঞ্ছিত করেছে, আমরা যদি এর সুষ্ঠু বিচার না করতে পারি; তাহলে ভবিষ্যতেও আমাদেরও এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। সোমবার বেলা ১১টায় রাবি উপ-উপাচার্য ও শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে একথা বলেন ইউট্যাব রাবি শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর হোসেন। তিনি সতর্ক করে বলেন, শনিবার যে সন্ত্রাসীরা শিক্ষকদের লাঞ্ছিত করেছে, তাদের যদি সুষ্ঠু বিচার না হয়, ভবিষ্যতেও আমাদের একই পরিস্থিতির মুখোমুখি হতে হবে। এজন্য চিহ্নিত সন্ত্রাসীদের স্থায়ী বহিষ্কার, শেষ হওয়া ছাত্রত্বের সনদ বাতিল...