পোষ্য কোটা ইস্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষাসহ সব কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। একইসঙ্গে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতি। এতে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর মুখোমুখি অবস্থানে বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অচলবস্থার সৃষ্টি হয়েছে। এতে আগামী ২৫ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। যদিও গতকাল নির্বাচন কমিশনের সদস্যরা বৈঠকের পর জানিয়েছেন পরিস্থিতি স্বাভাবিক থাকলে তারা যথাসময়ে নির্বাচন করতে চান। এরপরও তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তবে গতকাল থেকেই কিছু কিছু শিক্ষার্থী বাড়িতে চলে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে প্রার্থীরাও নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করছেন। এ বিষয়ে কথা হয় ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদের সঙ্গে। তিনি বলেন, ‘পোষ্য কোটা বাতিল ও ২৫ সেপ্টেম্বর নির্বাচনের...