জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিং আইনে দুদকের করা মামলায় হাজিরা শেষে কারাগারে যাওয়ার সময় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দুই আঙুল উঁচিয়ে ভি চিহ্ন দেখিয়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালতে মামলায় শুনানির দিন ধার্য ছিল। এদিন কারাগার থেকে তাকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে হাজতখানা থেকে প্রিজন ভ্যানে তোলার পর লোহার গ্রিলের ফাঁক দিয়ে তর্জনী ও মধ্যমা আঙুল উঁচিয়ে ভি চিহ্ন দেখান তিনি। পরে তাকে নিয়ে কারাগারের উদ্দেশ্যে রওনা হয় গাড়িটি। মামলার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১২ ডিসেম্বর দুদকের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-১ এ মামলাটি করেন। মামলায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারা এবং মানি লন্ডারিং...