টানা বর্ষণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে টার্মিনালে ঢুকতে এবং বের হতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এছাড়া টার্মিনালের সামনে জলাবদ্ধতার কারণে বেশ কয়টি গাড়ির ইঞ্জিনে পানি ঢুকে বন্ধ হয়ে গেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত টানা ৩ ঘণ্টায় ঢাকায় ৭১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর আগে রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত ৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ কারণে শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে ভোর থেকেই পানি জমতে থাকে। সকাল ছয়টার পর থেকে অভ্যন্তরীণ টার্মিনালে যেতে থাকেন যাত্রীরা। কিন্তু জলাবদ্ধতার কারণে ব্যক্তিগত যানবাহন যেতে পারছিল না। যে কয়েকটি সিএনজি এবং ব্যক্তিগত গাড়ি গেছে, সেগুলোর ভেতর পানি ঢুকেছে। আবার কিছু যানবাহনের ইঞ্জিনে পানি ঢুকে বন্ধ হয়ে গেছে বলে জানা...