রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) স্বতন্ত্র পদপ্রার্থীরা ২৫ সেপ্টেম্বরের মধ্যে ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে এনে রাকসু নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি তুলে ধরেন। সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী তাসিন খান লিখিত বক্তব্য পাঠ করেন। তাসিন খান বলেন, ২৫ তারিখে আসন্ন রাকসু নির্বাচন উপলক্ষে আমরা সকলেই উৎসবমুখর পরিবেশে প্রচারণা চালাচ্ছিলাম। কিন্তু পোষ্য কোটা ইস্যুকে কেন্দ্র করে ক্যাম্পাসে যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাতে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সকলেই পরস্পরের বিপক্ষে অবস্থান করছেন। এটি আমাদের কাম্য নয়। তিনি আরও বলেন, রাকসু নির্বাচন অবশ্যই হতে হবে, এটি কোনোভাবেই বন্ধ করা যাবে না। কিন্তু শিক্ষার্থীদের অংশগ্রহণ ছাড়া এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। পোষ্য কোটা ইস্যুতে ক্যাম্পাস বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী ইতোমধ্যেই বাড়ি...