এটি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মানকোন ইউনিয়নের বাদেমাঝিরা গ্রামের চিত্র। ঘরে ঘরে ছিপ তৈরির এমন দৃশ্য কেবল এই গ্রামটিতেই দেখা যায়। ফলে গ্রামটি ছিপ তৈরির গ্রাম হিসেবেও পরিচিতি পেয়েছে। গ্রামটিতে ছিপ তৈরির এমন দৃশ্য কয়েক বছরের নয়। বংশপরম্পরায় প্রায় শত বছর ধরে চলছে এই কর্মযজ্ঞ। এতে অনেকের পরিবারে ফিরেছে স্বচ্ছলতা। অনেকে বাড়তি আয়ের আশায় কৃষি কাজের পাশাপাশি ছিপ তৈরিতে মনোযোগ দিয়েছেন। এতে জীবিকা নির্বাহ করা তাদেরও সহজ হয়েছে। স্থানীয়রা জানান, গ্রামটির গুটিকয়েক লোকজন ছাড়া প্রায় সবাই কৃষিকাজ করেন। অনেকে আবার কাজকর্ম না পেয়ে বেকার। এসব ব্যক্তিরা বাঁশের ছিপ তৈরির কাজে মনোনিবেশ করেছেন। এতে যে টাকা রোজগার হচ্ছে, তাতে তাদের পরিবারের ভরণপোষণ করা যাচ্ছে। এছাড়া বাড়ির নারীরাও মনোযোগ দিয়ে ছিপ চাঁছার (ছাঁটাই) কাজসহ ছিপ তৈরি করছেন। এতে তারাও ঘরে বসে বাড়তি টাকা...