‘শিক্ষক লাঞ্ছিতের’ ঘটনায় ক্যাম্পাসে ‘কমপ্লিট শাটডাউন’, শিক্ষার্থীদের হল ও মেস ছেড়ে চলে যাওয়ায় পরিস্থিতির মধ্যে রাকসু নির্বাচন পেছানোর দাবি জানিয়েছে ছাত্রদল। প্রতিদ্বন্দ্বিতাকারী চারটি প্যানেল ও স্বতন্ত্র অর্ধশতাধিক প্রার্থীর রাকসু নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে আশঙ্কার পরই সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন পেছানোর দাবি জানালেন ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুর উদ্দিন আবীর। তিনি বলেন, “আমাদের নির্বাচনের তারিখ নিয়ে কোনো সমস্যা নেই। শতভাগ শিক্ষার্থী উপস্থিতি আমাদের ভাবনার বিষয়। ভোটার ছাড়া নির্বাচন কোনোভাবেই হতে পারে না। শতভাগ ভোটার উপস্থিতি নিশ্চিতে দরকার হলে ভোট দুর্গা পূজার পরে হোক। আমরা এমনটা চাচ্ছি।” বিশ্ববিদ্যালয়ের ‘পরিবহন মার্কেটে চত্বরে’ ‘পোষ্য কোটা’ ইস্যুতে আবির বলেন, “আমরা বারবার জানিয়েছি ৫ অগাস্টের পরের বাংলাদেশে আর কোনোভাবেই কোটার জায়গা হবে না। সেটা যে নামেই আসুক।” ক্যাম্পাসের অস্থিতিশীল পরিবেশ,...