২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৮ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৮ পিএম নেত্রকোনা জেলায় এবার ৫১৯ টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হতে যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা । শারদীয় দুর্গোৎসবকে ঘিরে শেষ মূহুর্তে চলছে ব্যাপক প্রস্তুতি। দিনরাত ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা। উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে শারদীয়া দুর্গাপূজা যাতে পালিত হতে পারে তার জন্য প্রশাসন কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলা আর নদীর তীরে কাশফুল প্রকৃতি সেজেছে নতুন রূপে। প্রাকৃতিক সৌন্দর্য আজ জানান দিচ্ছে মর্ত্যলৈাকে আগমন ঘটছে দেবীর দুর্গার। এবার দেবী মঙ্গল বার্তা নিয়ে গজে চড়ে আগমন করবেন আর দোলায় গমন করবেন। তাই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোনার প্রতিটি পূজামণ্ডপে চলছে শেষ প্রস্তুতি। জেলায় এ বছর ৫১৯...