ঢাকা: সাইবার হ্যাকারদের এক আক্রমণে ইউরোপের একাধিক বড় বিমানবন্দরে চেক-ইন ও বোর্ডিং সিস্টেমে বড় ধরনের ব্যাঘাত দেখা দিয়েছে। এর ফলে বহু যাত্রীর ফ্লাইট বাতিল হয়েছে, কিছু ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং যাত্রীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোগান্তি পোহাতে হয়েছে।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান আরটিএক্স-এর সহযোগী প্রতিষ্ঠান কলিন্স অ্যারোস্পেস এই সাইবার হামলার শিকার হয়। প্রতিষ্ঠানটি বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে চেক-ইন ও বোর্ডিং সফটওয়্যার সরবরাহ করে থাকে, যা অচল হয়ে পড়ায় পুরো ব্যবস্থাপনায় বিঘ্ন ঘটে।লন্ডনের হিথ্রো, বার্লিন ও ব্রাসেলস বিমানবন্দর সবচেয়ে বেশি এই সমস্যার শিকার হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) যাত্রীদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয় এবং অনেক ফ্লাইট বাতিল হয়। গতকাল রবিবার (২১ সেপ্টেম্বর) পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও ব্রাসেলস বিমানবন্দর সোমবারের ফ্লাইটগুলোর অর্ধেক বাতিলের নির্দেশ দেয়, কারণ কলিন্স অ্যারোস্পেস এখনো প্রয়োজনীয় সফ্টওয়্যার আপডেট...