২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৯ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৯ পিএম একসময় যে সম্ভাবনা ছিল শুধুই কাগজে-কলমে, সেই ফাইনালের স্বপ্নটাই এখন চোখের সামনে স্পষ্ট হয়ে উঠেছে বাংলাদেশের জন্য। লিটন দাসের নেতৃত্বে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে দুর্দান্ত সূচনা করেছে টাইগাররা। আর এই জয়টাই নতুন করে জ্বালিয়ে দিয়েছে ফাইনালের আশার বাতি। যেখানে সুপার ফোরে ওঠার পথটাই কঠিন ছিল বাংলাদেশের জন্য সেখানে সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল খেলার যোগ্য দাবিদ্বার এখন লালসবুজের দেশ। লঙ্কানদের বিপক্ষে জয়টা কেবল একটি জয় নয়, এটা যেন একটা বার্তা—"বাংলাদেশ এসেছে নিজেদের প্রমাণ করতে, এবার লক্ষ্য ফাইনাল!" টুর্নামেন্ট শুরুর আগেই কিছু ক্রিকেটার মুখে ফাইনালের স্বপ্নের কথা বলেছিলেন, তবে তখন সেটা অনেকের কাছেই কল্পনাপ্রসূত বলে মনে হয়েছিল। কিন্তু লঙ্কা বধের পর সেই কল্পনাই...