শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্ররাজনীতির ওপর দীর্ঘদিনের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে অ্যাকাডেমিক ভবন, প্রশাসনিক ভবন এবং আবাসিক হলে মিছিল-মিটিং এখনই করা যাবে না। সোমবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রক্টোরিয়াল কমিটির সঙ্গে সর্বদলীয় ছাত্রসংগঠনের মতবিনিময় সভায় গৃহীত সর্বসম্মত সুপারিশের ভিত্তিতে ছাত্ররাজনীতির ওপর আরোপিত নিষেধাজ্ঞা সংক্রান্ত প্রজ্ঞাপনটি স্থগিত করা হয়েছে। তবে ক্যাম্পাসে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার স্বার্থে শিক্ষার্থীদের কল্যাণমূলক সব রাজনৈতিক কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের অনুমোদন সাপেক্ষে করতে হবে। এতে আরও বলা হয়, অ্যাকাডেমিক ভবন, প্রশাসনিক ভবন ও আবাসিক...